নতুন আক্রান্ত ৪, মোট ২৪

  বাংলাদেশে করোনাভাইরাস
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী/ছবি: বার্তা২৪.কম

সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী/ছবি: বার্তা২৪.কম

গত ২৪ ঘণ্টায় যাদের নমুনা পরীক্ষা হয়েছে, তাতে আরও চারজনের করোনা শনাক্ত হয়েছে। ফলে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে।

শনিবার (২১ মার্চ) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের সভাকক্ষে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে দুজন মারা গেলেন।

করোনা প্রতিরোধে সরকারের প্রস্তুতি নিয়ে মন্ত্রী বলেন, আমরা গত দুই মাস যাবত কাজ করে যাচ্ছি। করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে চীন থেকে বিশেষজ্ঞ (এক্সপার্ট) নিয়ে আসা হবে।

তিনি বলেন, ইতিমধ্যে প্লেন আসা ও স্থলবন্দর দিয়ে মানুষ আসা অনেকাংশ বন্ধ হয়েছে। আগামীতে পরিস্থিতি যদি আরো খারাপ হয় তাহলে পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে।

এর আগে দুপুর পৌনে ১২টায় করোনা সংক্রান্ত জাতীয় কমিটির জরুরি বৈঠক শুরু হয়। এতে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।