করোনা রোধে নিয়ম মেনে না চললে কঠোর ব্যবস্থা

  বাংলাদেশে করোনাভাইরাস
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা, ছবি: বার্তা২৪.কম

সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা, ছবি: বার্তা২৪.কম

স্বাস্থ্য অধিদফতর এবং রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) দেওয়া পরামর্শ না মেনে চললে তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে। তাই সুস্থ থাকার পক্ষে পরামর্শগুলো সবার মেনে চলার জন্য আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

শুক্রবার (২০ মার্চ) বেলা সাড়ে ৩টার দিকে কোভিড-১৯ বা করোনাভাইরাস সংক্রান্ত সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক বলেন, ‘যারা বিদেশ থেকে আসবেন, তারা অবশ্যই ১৪ দিন ঘরের একটি নির্দিষ্ট কক্ষে থাকবেন। কোনো অবস্থাতেই ঘরের বাইরে যাবেন না। তাকে ঘরেই খেতে হবে। তাদের কাপড় আলাদা পরিষ্কার করতে হবে। তাদের যেন কেউ বিরক্ত করে।’

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা সতর্কতা মেনেই সংবাদ সংগ্রহ করবেন। যাতে আপনারা সুস্থ থাকেন আর আপনাদের মাধ্যমে আমাদের দেওয়া পরামর্শগুলো মানুষের কাছে প্রচার করবেন। যারা আমাদের দেওয়া পরামর্শ মেনে চলবে না তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে। সুস্বাস্থ্যের পক্ষে সবাইকে পরামর্শ মেনে চলতে হবে।’

তিনি বলেন, ‘নতুন করে আরও তিনজন আক্রান্ত হয়েছেন। এদের মাঝে একজন নারী ও দুইজন পুরুষ। দুই পুরুষের মধ্যে বয়স্ক একজন আইসিইউতে আছেন। তিনি গুরুতর অসুস্থ। তিনি প্রবাসী একজনের থেকে আক্রান্ত হয়েছেন। দেশে মোট আক্রান্ত ২০জন।’

ডা. নাসিমা সুলতানা বলেন, ‘পোস্টার ও লিফলেট দিয়ে আমরা প্রচার করছি। তারপরও বলছি একটি টিস্যু পুনরায় ব্যবহার করা যাবে না। হাঁচি-কাশির পর সাবান পানি দিয়ে হাত ধুয়ে ফেলতে হবে। সামন্য জ্বর বোধ করলেও ঘরে থাকবেন। জরুরি প্রয়োজন হলে মাস্ক পরে যাবেন। এছাড়া আপনাদের (সাংবাদিক) মাধ্যমে টেলিভিশন ও পত্রিকায় প্রচারণার মাধ্যমেও সবাইকে সচেতন করছি।’

লকডাউনের বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক বলেন, ‘লকডাউন মানে সবাই বাড়িতে থাকবেন। ওই এলাকার কেউ ভেতর থেকে বাইরে যেতে পারবেন না। বাইরে থেকে ভেতরে যেতে পারবেন না। অতি প্রয়োজনীয় ছাড়া বাসায় থাকবেন।’