জামালপুরে ট্রাকচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত, আহত ১

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, জামালপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জামালপুরে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৫ সিএনজি চালিত অটোরিকশার যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও একজন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধা সাড়ে-৭টা দিকে জামালপুর -টাঙ্গাইল মহাসড়কের দিগপাইতে এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, সিএনজি চালিত অটোরিকশার চালক আব্দুর রাজ্জাক, যাত্রী এনাম ফকির, আরিফুল ইসলাম, আব্দুল করিম আলাল, আলম মিয়া মিলিটারি। আর গুরুত্বর আহত অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আমজাদ ফকির নামের এক যাত্রী।

বিজ্ঞাপন

পুলিশ স্থানীয়রা জানান, টাঙ্গাইল জেলার মধুপুর থেকে জামালপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি সিএনজির সাথে ঢাকাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের চাপায় পড়ে ঘটনাস্থলেই মারা যান সিএনজি চালকসহ ৪ জন যাত্রী। পরে স্থানীয়রা উদ্ধার করে বাকি সিএনজির বাকী দুই যাত্রীকে হাসপাতালে পাঠালে দায়িত্বরত চিকিৎসক একজনকে মৃত ঘোষনা করে।

ঘটনার পরপরই পালিয়ে যায় ট্রাকটি। আর উদ্ধার অভিযানে অংশ নিয়েছে ফায়ার সার্ভিস। দুর্ঘটনার কারনে মহাসড়কের দুই পাশে দেখা দিয়েছে যানজটের। নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

নারায়নপুর পুলিশ ফাড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. লুৎফর রহমান বলেন, ‘সন্ধা সাড়ে ৭টা দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ রয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত কাজ চলছে। ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা চলমান।’