দেশে করোনায় আক্রান্ত ২০ জন, নতুন ৩ জন

  বাংলাদেশে করোনাভাইরাস
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা/ছবি: বার্তা২৪.কম

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা/ছবি: বার্তা২৪.কম

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন ৩ জন আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা ২০ জন বলে জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

শুক্রবার (২০ মার্চ) দুপুরে কোভিড-১৯ সংক্রান্ত সার্বিক পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বিজ্ঞাপন

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন তিন জন আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা ২০ জন এবং এক জনের মৃত্যু হয়েছে। নতুন করে যে ৩ জন আক্রান্ত হয়েছেন এদের মাঝে একজন মহিলা (৩০), পুরুষ (৩০) ও বয়স্ক পুরুষ (৭০) আছেন। তিনি আইসিইউতে আছেন। তিনি গুরুতর অসুস্থ। পুরুষ একজন ইউরোপ দেশ ভ্রমণ করেছেন। বয়স্ক পুরুষ একজন প্রবাসী থেকে আক্রান্ত হয়েছেন। আর নারী যিনি উনিও যোগাযোগ করেছেন। 

তিনি বলেন, যারা বিদেশ থেকে আসছেন অবশ্যই ১৪ দিন ঘরে অবস্থান করবেন। পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করবেন না। খাবারটাও ঘরে বসে খাবেন। তাদের ব্যবহার করা জিনিস আলাদাভাবে পরিষ্কার করতে হবে। একইসঙ্গে এসব জিনিস অন্য কেউ ব্যবহার করবেন না। এরপরেও এসব পরামর্শ না মানলে সরকার আরো কঠোর হবে। ইতোমধ্যে জরিমানা করা হচ্ছে সারাদেশে।

নাসিমা সুলতানা বলেন, পোস্টার ও লিফলেট দিয়ে আমরা প্রচার করছি। তারপরও বলছি একটি টিস্যু পুনরায় ব্যবহার করা যাবে না। হাঁচি-কাশির পর সাবান পানি দিয়ে হাত ধুয়ে ফেলতে হবে। সামন্য জ্বর বোধ করলেও ঘরে থাকবেন। জরুরি প্রয়োজন হলে মাস্ক পরে যাবেন।