লন্ডন ছাড়া ইউরোপের সব ফ্লাইট বন্ধ

  বাংলাদেশে করোনাভাইরাস
  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম,
  • |
  • Font increase
  • Font Decrease

সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন/ ছবি: সংগৃৃহীত

সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন/ ছবি: সংগৃৃহীত

আগামী ২ সপ্তাহ ইংল্যান্ড ছাড়া ইউরোপের কোনো ফ্লাইট বাংলাদেশ আসবে না। আগামীকাল ১৫ মার্চ রাত ১২টা ১ মিনিট থেকে এ নির্দেশ কার্যকর হবে।

শনিবার (১৪ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, আগামী ৩১ মার্চ পর্যন্ত বাংলাদেশে সব ধরনের অন-অ্যারাইভাল ভিসা বন্ধ ঘোষণা করা হয়েছে।

তিনি আরও বলেন, যে সব দেশ বাংলাদেশের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে, তেমনি বিপরীতে সেই সব দেশের ক্ষেত্রেও ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হল।

আক্রান্ত কোনো দেশ থেকে বাংলাদেশি নাগরিক ফিরে এলে তাকে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে বলেও জানান মন্ত্রী।

এসময় উপস্থিত ছিলেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।