করোনার লক্ষণ থাকলে আইইডিসিআরে না এসে হটলাইনে কল করুন

  বাংলাদেশে করোনাভাইরাস
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রান্ত সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন

করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রান্ত সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন

কারো শরীরে করোনাভাইরাসের লক্ষণ দেখা দিলে আইইডিসিআরে সরাসরি না এসে হটলাইনে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

শুক্রবার (১৩ মার্চ) আইইডিসিআর এর অডিটোরিয়ামে করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রান্ত সার্বিক পরিস্থিতি নিয়ে করা সংবাদ সম্মেলনে তিনি এসব এ কথা বলে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ২৪ ঘণ্টায় ৪৩৪৯টি কল এসেছে। এর মধ্যে কভিড সংক্রান্ত ৪২১২টি। এছাড়া ১৬ জন সরাসরি এসেছেন। আমরা অনুরোধ করব, যাদের শরীরে করোনার লক্ষণ আছে, আক্রান্ত দেশ থেকে এসেছেন তারা যেন আইইডিসিআর চলে না আসেন। সতর্কতার জন্য হটলাইনে কল করুন। কারণ আপনার শরীরে করোনাভাইরাস থাকলে অন্যরা সংক্রমিত হতে পারে। আমরা বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করব। ইমেইল ও ফোনে রিপোর্ট জানিয়ে দিবো।