‘জনগণকে ঝুঁকিতে না ফেলে মুজিব বর্ষ উদযাপন হবে’

  বাংলাদেশে করোনাভাইরাস
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ফাইল ছবি

ফাইল ছবি

ব্যাপক জনসমাগম এড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ব্যাপক জনসমাগম হতে পারে এমন কর্মসূচি পুনর্বিন্যাস করা হয়েছে। মুজিব বর্ষ উদযাপন এমনভাবে হবে যাতে জনগণ ঝুঁকির মুখে না পড়ে।

বিজ্ঞাপন

সোমবার (০৯ মার্চ) সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় সূচনা বক্তব্যে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, করোনাভাইরাস মোকাবেলায় প্রতি জেলায় হাসপাতালে করোনা ইউনিট খোলা হয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সব সময় মাস্ক পড়ে থাকার দরকার নেই বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাধারণত ঋতু বদলের সময় মানুষের সর্দি-কাশি হয়, সাধারণ সর্দিজ্বরকে ভয় পাবার দরকার নেই, বলেন প্রধানমন্ত্রী।