করোনা: নতুন আটটি হটলাইন

  বাংলাদেশে করোনাভাইরাস
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

করোনা পরিস্থিতি মোকাবিলায় নতুন করে আরও আটটি হটলাইন নম্বর চালু করা হয়েছে। এর আগের চারটিও চালু রয়েছে। 

হটলাইন নম্বর: ০১৪০১১৮৪৫৫১, ০১৪০১১৮৪৫৫৪, ০১৪০১১৮৪৫৫৫, ০১৪০১১৮৪৫৫৬, ০১৪০১১৮৪৫৫৯, ০১৪০১১৮৪৫৬০, ০১৪০১১৮৪৫৬৩, ০১৪০১১৮৪৫৬৮, ০১৯২৭৭১১৭৮৪, ০১৯২৭৭১১৭৮৫, ০১৯৩৭০০০০১১, ০১৯৩৭১১০০১১

বিজ্ঞাপন

সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে কোভিড-১৯ পরিস্থিতি ১ থেকে ৩ এ উন্নতি হওয়ায় হটলাইনের সংখ্যা ৪ টি থেকে বাড়িয়ে ১২ টি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোভিড-১৯ এর স্থানীয় সংক্রমণ ঘটা দেশ থেকে যে সব যাত্রী (দেশি-বিদেশি যে কোনো নাগরিক) আসবেন, তাদেরকে স্বেচ্ছা কোয়ারেন্টাইন-এ থাকতে হবে। তাদের কারো মধ্যে যদি কোভিড-১৯ এর লক্ষণ দেখা যায় তবে অন্য কোথাও না যেয়ে প্রথমেই আইইডিসিআর-এর হটলাইনে যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে।