করোনা: নতুন হটলাইন ১৬২৬৩

  বাংলাদেশে করোনাভাইরাস
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

করোনাভাইরাস সংক্রান্ত যে কোনো প্রয়োজনে নতুন হটলাইন নম্বর ১৬২৬৩, যেটি জাতীয় স্বাস্থ্যসেবা কল সেন্টার হিসেবে পরিচিত। ডেঙ্গু প্রাদুর্ভাবের সময়ও এই কল সেন্টারটি চালু ছিল জরুরি সেবা দেওয়ার জন্য।

সোমবার (৯ মার্চ) বিকেলে যুক্ত হবে আরও আটটি নম্বর। এছাড়া আগের চারটি নম্বর তো থাকছেই।

বিজ্ঞাপন

তাছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে কন্ট্রোল রুম খোলার নির্দেশনা দেওয়া হয়েছে। সেসব জায়গায়ও হটলাইন নম্বর থাকছে।

সোমবার আইইডিসিআর’র সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডা. আবুল কালাম আজাদ।

সংবাদ সম্মেলনে আইইডিসিআর পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, করোনাভাইরাসের তথ্যের জন্য চারটি নম্বর চালু রয়েছে। এর সঙ্গে নতুন নম্বরটি চালু করা হয়েছে। এই নম্বরটি ডেঙ্গুর সময় আমরা ব্যবহার করেছি।

তিনি জানান, আরো আটটি নম্বর আমরা যুক্ত করতে যাচ্ছি। বিকেল থেকে এই নাম্বারগুলো চালু হবে। বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন আটটি নম্বর জানিয়ে দেওয়া হবে।