বটি দিয়ে গলা কেটে দুই শিশুকে হত্যা, মায়ের স্বীকারোক্তি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

মেহজাবিন আলভী ও জান্নাতুল ফেরদৌস জান্নাত

মেহজাবিন আলভী ও জান্নাতুল ফেরদৌস জান্নাত

রাজধানীর খিলগাঁওয়ের গোড়ান এলাকায় দুই শিশু হত্যাকাণ্ডের ঘটনায় নিজেই জড়িত থাকার কথা স্বীকার করেছেন মা আরিফুন্নেসা পপি।

হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে পপি জানান, ঠিকমতো স্বামী সংসার খরচ দিত না। তাই তার পক্ষে সংসার চালাতে দুর্বিষহ হয়ে উঠেছিল। তাই সহ্য করতে না পেরে নিজের হাতেই বটি দিয়ে দুই শিশুকে গলা কেটে হত্যা করেন তিনি। পরে নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন পপি।

বিজ্ঞাপন

নিহত দুই শিশু হলো- মেহজাবিন আলভী (১১) ও জান্নাতুল ফেরদৌস জান্নাত (৬)।

শনিবার (৭ মার্চ) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের অবজারভেশন কক্ষে সাংবাদিকদের এসব কথা জানান পপি।

এর আগে শুক্রবার (৬ মার্চ) দিনগত রাতে গোড়ান এলাকার ৩৭৯ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। পরে শনিবার (৭ মার্চ) সকাল ১০টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

শুক্রবার (৬ মার্চ) দিনগত রাতে গোড়ান এলাকার ৩৭৯ নম্বর ভাড়া বাসায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

পপি জানান, শুক্রবার দিবাগত রাতে আনুমানিক সাড়ে ১২টার দিকে ঘুমন্ত দুই শিশু জান্নাত ও আলভীকে হত্যার পরিকল্পনা করেন। প্রথমে দুই শিশুর শরীরে আগুন দেন তিনি। পরে বটি দিয়ে তাদের গলা কেটে হত্যা করেন। টাকার অভাবে সন্তানদের লেখাপড়া ও সংসার না চালাতে পারায় এই নারকীয় ঘটনা ঘটান পপি।

তিনি আরও জানান,স্বামী সংসার চালানোর জন্য তাকে প্রতি মাসে মাত্র ১১শ’ টাকা দিতো।

এ বিষয়ে খিলগাঁও থানার অফিসার ইনিচার্জ (ওসি) মশিউর রহমান জানান, আমরা বিষয়টি তদন্ত করছি। শুক্রবার রাতের কোনো এক সময়ে পপি তার দুই শিশু সন্তান জান্নাতুল ফেরদৌস ও আলভীকে গলা কেটে হত্যা করে। পরে সে নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা চালান।

আরও পড়ুন: খিলগাঁওয়ে দুই শিশু হত্যা: অভিযোগের তীর মায়ের দিকে

খিলগাঁওয়ে বাসা থেকে ২ শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার