নারায়ণগঞ্জে ঘর থেকে দম্পতির মরদেহ উদ্ধার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

দম্পতির মরদেহ উদ্ধার/ছবি: সংগৃহীত

দম্পতির মরদেহ উদ্ধার/ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভাড়াটিয়ার ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন মো. আবুল কালাম (৬২) ও আমেনা বেগম ময়না (৫৭)।

শুক্রবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৮টায় পাইনাদী মধ্যপাড়া পাইনাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে প্রবাসী আবুল কালাম আজাদের ভাড়াটিয়া বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

মৃত মো. আবুল কালাম মিজমিজি বাতানপাড়া এলাকার খলিল মুন্সীর ছেলে ও আমেনা বেগম ময়না একই এলাকার আরব আলী শেখের মেয়ে। তাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতির থানার বালুরচর এলাকায়।

খবর পেয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) এস এম জহিরুল ইসলাম ও সিদ্ধিরগঞ্জ থানার ওসি আল মামুনসহ পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন।

বিজ্ঞাপন

বাড়ির লোকজন জানায়, দুপুর ২টায় তাদের সাড়া-শব্দ না পেয়ে দরজা খোলা থাকায় ঘরের ভেতর স্বামী মো. আবুল কালাম ও তার স্ত্রী আমেনা বেগম ময়নার মরদেহ খাটে দেখতে পান। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করার ব্যবস্থা করেন।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. তরিকুল ইসলাম রাত সাড়ে ৮টায় বলেন, স্বামী-স্ত্রীর এক সঙ্গে মরদেহ উদ্ধার করা হয়েছে। সিআইডি’র ক্রাইম সিনকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।