আশুলিয়ায় ১ হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা)
  • |
  • Font increase
  • Font Decrease

অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে, ছবি: বার্তা২৪.কম

অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে, ছবি: বার্তা২৪.কম

আশুলিয়ায় অভিযান পরিচালনা করে প্রায় দেড় কিলোমিটার এলাকায় ১ হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত আশুলিয়ার সরকার মার্কেটের নাইটিংগেল হাসপাতাল সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ অভিযান পরিচালনা করে।

বিজ্ঞাপন

সাভার আঞ্চলিক তিতাস গ্যাসের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক প্রকৌশলী মহিউদ্দিন আহমেদের নেতৃত্বে এ সময় ৭০ জন শ্রমিক কাজ করে।

মহিউদ্দিন আহমেদ জানান, আশুলিয়ার ওই এলাকায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগের বিতরণ পাইপ উত্তোলন করা হয়। এতে প্রায় ১ হাজার আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় জব্দ করা হয়েছে নিম্নমানের পাইপ, রাইজার ও চুলাসহ বিভিন্ন ফিটিংস।

তিনি আরও জানান, জাতীয় সম্পদ গ্যাস রক্ষণাবেক্ষণ এবং এর সঠিক ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে অবৈধ সংযোগ বিচ্ছিন্নে তাদের অভিযান ধারাবাহিকভাবে চলবে। এছাড়া গ্যাস চোরাকারবারিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।

অভিযানে সাভার তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশনের উপ-ব্যবস্থাপক আনিসুজ্জামান, আব্দুল মান্নান, সহ-ব্যবস্থাপক এহসানুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।