পণ্যের মানের বিষয়ে কোনো আপোষ নেই- বিএসটিআই

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

পণ্যের মানের বিষয়ে ছোট-বড় কারো সঙ্গে কোনো আপোষ নেই বলে জানিয়েছেন জাতীয় মান সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশনের (বিএসটিআই) মহাপরিচালক মো. মুয়াজ্জেম হোসাইন।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাজধানীর বিএসটিআই প্রধান কার্যালয়ে শিক্ষা সফরের অংশ নেয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনাকালে তিনি এসব কথা বলেন। এসময় একই বিভাগের শিক্ষক এবং বিএসটিআই'র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

মুয়াজ্জেম হোসাইন বলেন, ভোক্তার হাতে মানসম্পন্ন পণ্য পৌঁছে দিতে বিএসটিআই সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এক্ষেত্রে ছোট-বড় কারো সঙ্গে কোনো আপোষ নেই। বিএসটিআই'র মানচিহ্নকে আমরা জনগণের আস্থার জায়গায় নিতে চাই। একই সঙ্গে তিনি বাধ্যতামূলক ১৮১টি পণ্যে বিএসটিআই'র লোগো না থাকলে ক্রয় না করার আহ্বান জানিয়েছেন।