করোনা নয়, আমার আর্থ্রাইটিসের সমস্যা: বস্ত্রমন্ত্রী

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

সংবাদ সম্মেলনে পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী

সংবাদ সম্মেলনে পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী

করোনাভাইরাস নয়, আর্থ্রাইটিসের কারণে ফুসফুসে ইনফেকশন নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলে জানিয়েছেন পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

ফুসফুসের সংক্রমণ নিয়ে কয়েকদিন আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার (০৫ মার্চ) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

জাতীয় পাট দিবস নিয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রীকে প্রশ্ন করা হয়, আপনার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর শোনা যাচ্ছিল।

এ বিষয়ে পাটমন্ত্রী বলেন, এইটা বোগাস, এগুলো ঠিক না। আমার হয়েছিল আর্থ্রাইটিস, কই করোনা আর কই আর্থ্রাইটিস। আর্থ্রাইটিসের কারণে ফুসফুসে ইনফেকশন হতে পারে।

এক পর্যায়ে হাসতে হাসতে মন্ত্রী বলেন, আমি এ বিষয়ে কোনো কমেন্ট করব না। আমারও মিডিয়া আছে। আপনারা সত্য নিউজ দেবেন, এটা আশা করব, ব্যাস।