করোনা সতর্কতায় শাহজালালে অতিরিক্ত চিকিৎসক

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

করোনাভাইরাস সতর্কতায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১০ জন অতিরিক্ত চিকিৎসক পদায়ন করেছে স্বাস্থ্য অধিদফতর। এছাড়া বিমানবন্দরে পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক, নার্স ও স্যানিটারি ইন্সপেক্টর দায়িত্ব পালন করছেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্য অধিদফতর সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় বৃদ্ধি করেছে। পাশাপাশি দেশের সব বিমান, নৌ ও স্থল বন্দরের স্বাস্থ্য সহায়তা ডেস্কের সার্বিক কার্যক্রমের জন্য পরামর্শ ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

এদিকে, গত ১ ফেব্রুয়ারি কিছু সংখ্যক বাংলাদেশি এবং চীনা যাত্রী বিমানবন্দরের ইমিগ্রেশনে দীর্ঘ সময় অপেক্ষা করার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন সংবাদের পরিপ্রেক্ষিতে অধিদফতর দুঃখ প্রকাশ করেছে।