বগুড়ায় একসঙ্গে চার কন্যা সন্তানের জন্ম

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম,বগুড়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

বগুড়ায় এক সঙ্গে চার কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অনন্যা মোদাক নামের এক নারী।

বিজ্ঞাপন

রবিবার (২১ অক্টোবর) রাতে শহরের একটি বেসরকারি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে চার কন্যা সন্তানের জন্ম দেন তিনি৷

অনন্যা মোদাক ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গীর উপজেলার চা দোকানী রতন মোদাকের স্ত্রী। তারা বগুড়া শহরের চেলোপাড়ায় বাসা ভাড়া নিয়ে বসবাস করেন।

অনন্যা মোদাকের পরিবারের লোকজন জানান, রতন মোদাকের সঙ্গে ২০১৮ সালের অক্টোবর মাসে বিয়ে হয়। তবে শারিরীক নানা জটিলতায় দীর্ঘদিন ধরে নিঃসন্তান ছিলেন এই দম্পতি৷ পরে চিকিৎসকের তত্বাবধানে ৯ মাস আগে অন্তঃসত্ত্বা হন অনন্যা৷ আলট্রাসনোগ্রাফি করায় আগে থেকেই ৪ সন্তানের আগমনের খবর জানতো পরিবার। তবে একসঙ্গে চার সন্তান জন্মের খবরে কিছুটা চিন্তিত চা দোকানী রতন মোদক।

এ বিষয়ে ডা. চিত্রলেখা কুন্ডু বলেন, সন্তান জন্মের পর অনন্যা ও তার চার সন্তান সুস্থ আছে। তবে আগামী ২৪ ঘণ্টা তাদের নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখা হবে। সবকিছু ঠিক থাকলে আগামী শুক্রবার তারা বাসায় যেতে পারবেন।