ভারতের পররাষ্ট্রসচিবের সঙ্গে বাংলাদেশের হাই কমিশনারের সাক্ষাৎ

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

হর্ষবর্ধন শ্রিংলা ও মুহাম্মদ ইমরান/ছবি: সংগৃহীত

হর্ষবর্ধন শ্রিংলা ও মুহাম্মদ ইমরান/ছবি: সংগৃহীত

ভারতের নতুন পররাষ্ট্রসচিব হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মুহাম্মদ ইমরান।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভারতের নয়াদিল্লিতে হর্ষ বর্ধন শ্রিংলার কার্যালয়ে সাক্ষাৎ করেন।

বৈঠকে শ্রিংলা প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক উন্নয়নে গুরুত্বরোপ করেন। দুই দেশের মধ্যকার প্রতিরক্ষা সহযোগিতা, বাণিজ্য এবং মানুষের মধ্যকার যোগাযোগে বাড়িয়ে তুলতে জোর দেন।

বিজ্ঞাপন

শ্রিংলা বলেন, আসছে মার্চের ১৭ তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে অংশ নিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর সম্পর্কের নতুন ভিত্তি স্থাপন করবে। নরেন্দ্র মোদির এই সফর দুই দেশের পারস্পরিক সম্পর্কে উন্নয়নে কাজ করবে বলেও জানান তিনি।

বাংলাদেশে হাইকমিশনার থাকাকালীন দু'দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে সুসংহত করতে শ্রিংলার ভূমিকার প্রশংসা করেন মুহাম্মদ ইমরান। তিনি বিশেষত ভিসা জারির মাধ্যমে দুই দেশের ভ্রমণ পদ্ধতি সহজীকরণের ভূমিকা রাখেন।

শ্রিংলা ২০১৫-২০১৮ সাল পর্যন্ত বাংলাদেশের হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং বাংলাদেশ-মায়ানমার (বিএম) ডিভিশন, এমইএর টেরিটোরিয়াল উইংয়ের প্রধান হিসাবেও দায়িত্ব পালন করেছিলেন।