প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

চার প্রতারক আটক

চার প্রতারক আটক

রাজধানীর কাফরুল থেকে সংঘবদ্ধ প্রতারক চক্রের চার সদস্যকে আটক করেছে র‌্যাব-৪। আটক প্রতারকরা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মানুষজনে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছেন।

আটকরা হলেন—মো. সোহেল রানা, প্রভাত কুমার সাহা, মো. শাওন মন্ডল ও মো. মামুনুর রশিদ। তাদের কাছ থেকে বিভিন্ন মোবাইল অপারেটরের ২৪টি সিম ও ৮টি মোবাইল ফোন জব্দ করেছে র‌্যাব।

বিজ্ঞাপন

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে র‌্যাব-৪ এর সিনিয়র এএসপি সাজেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে র‌্যাব-৪ এর একটি দল কাফরুল থানাধীন সেনপাড়া পর্বতার একটি বাসায় অভিযান পরিচালনা করে প্রতারক চক্রের ৪ জন সক্রিয় সদস্যকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৮টি মোবাইল সেট ও ২৪টি সিম জব্দ করা হয়।

প্রতারণার মাধ্যমে মানুষজনের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন বলে জানান এএসপি সাজেদুল ইসলাম। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।