অবশেষে মিলল আশামণির মরদেহ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

আশামণির মরদেহ উদ্ধারে অভিযান/ছবি: বার্তা২৪.কম

আশামণির মরদেহ উদ্ধারে অভিযান/ছবি: বার্তা২৪.কম

রাজধানীর কদমতলীর মেরাজনগরের ডিএনডি খালে ডুবে যাওয়া পাঁচ বছরের শিশু আশামণির মরদেহ ষষ্ঠ দিনে উদ্ধার হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৪৫ মিনিটে আশামণির মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।

বিজ্ঞাপন

আরও পড়ুন: আমার মণির ‘মরা মুখটাই’ দেখতে চাই!

বিষয়টি বার্তা২৪.কম-কে নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন। তিনি জানান, কদমতলী স্কুল অ্যান্ড কলেজের সামনে খালের অংশ থেকে আশামণির মরদেহ উদ্ধার করা হয়েছে।  

শনিবার বিকেলে খেলার সময় আশা মনির বল খালে পড়ে যায়। বলটি তুলতে আশামনি খালের কিনারায় যায়। এরপর বুঝতে না পেরে ময়লায় ঢাকা একটি জায়গায় পা দেয়। এরপর থেকে আশামনির আজ খোঁজ মেলেনি।