ছবিতে পৌষের শেষ শীতের সকাল

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী
  • |
  • Font increase
  • Font Decrease

কুয়াশায় ঢাকা পড়েছে রাজশাহী রেলস্টেশন। ছবিটি মঙ্গলবার সকালে স্টেশনের ৩ নম্বর প্লাটফর্ম থেকে তোলা।

কুয়াশায় ঢাকা পড়েছে রাজশাহী রেলস্টেশন। ছবিটি মঙ্গলবার সকালে স্টেশনের ৩ নম্বর প্লাটফর্ম থেকে তোলা।

গেল দুই সপ্তাহ ধরে রাজশাহীতে বইছে টানা মৃদু শৈত্যপ্রবাহ। ভোরে কুয়াশায় ঢেকে যাচ্ছে নগরী। বেলা গড়ালে দেখা মিলছে সূর্যের। তবে সেই অনুপাতে বাড়ছে না তাপমাত্রা।

ছবিটি রাজশাহী নগরীর নওদাপাড়া এলাকা থেকে তোলা

বিকেল থেকে ফের কনকনে ঠান্ডা। শহরের কোল ঘেঁষে বয়ে যাওয়া পদ্মা থেকে ধেয়ে আসছে হিম হাওয়া। ফলে শীতে জবুথবু উত্তরের এই জনপদ।

বিজ্ঞাপন
ছবিটি পদ্মার টি বাঁধ এলাকা থেকে তোলা

এদিকে, মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা ১১টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। ফলে কুয়াশাচ্ছন্ন হয়ে আছে রাজশাহীর জনপদ।

খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা। ছবিটি নগরীর কাদিরগঞ্জ থেকে তোলা।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে মঙ্গলবার ভোরে রাজশাহীতে তাপমাত্রা ছিল ১০ দশমিক ১৭ ডিগ্রি সেলসিয়াস। তবে স্থানীয় মানুষ বলছে টানা শীতে কাবু হয়ে পড়েছে তারা।

শীতের কুয়াশাচ্ছন্ন সকালে গাছ থেকে রস নামাতে ব্যস্ত গাছি। ছবিটি রাজশাহীর নওদাপাড়া এলাকা থেকে তোলা।

শীতের সকালে ক্ষেতে কাজ করতে হিমশিম খাচ্ছে কৃষকরা।

ছবিটি পদ্মা নদীর টি বাঁধ এলাকা থেকে তোলা।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে নগরী ও আশপাশের এলাকা থেকে তোলা ছবি।