চিকিৎসার জন্য মঙ্গলবার লন্ডন যাবেন খালেদা জিয়া

  • স্টাফ করেস্পন্ডেন্ট, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আগামী ৭ জানুয়ারি লন্ডন যাবেন।

রোববার (৫ জানুয়ারি) ফিরোজা খালেদা জিয়ার সঙ্গে বৈঠক শেষে এই কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

বিজ্ঞাপন

তিনি বলেন, আগামী ৭ জানুয়ারি রাতে তিনি (বেগম খালেদা জিয়া) লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন চিকিৎসার জন্য। সেজন্য আজ রাতে স্থায়ী কমিটির সদস্য আমরা এসেছিলাম বিদায় শুভেচ্ছা জানাতে। সেই সঙ্গে তার সঙ্গে আমরা আলাপ করেছি, কথা বলেছি।

মির্জা ফখরুল আরও বলেন, পরম করুণাময় আল্লাহর কাছে এই দোয়া চেয়েছি আমরা, আল্লাহ যেনো তাকে সুস্থ করে আবার আমাদের মাঝে, দেশের মানুষের কাছে ফিরিয়ে নিয়ে আসেন। আমাদের গণতন্ত্রের জন্য যে সংগ্রাম চলছে সেই সংগ্রামে যেনো তিনি নেতৃত্ব দেন। সেই সংগ্রামকে সফল করেন। বাংলাদেশের মানুষেরও সেই প্রত্যাশায়।

বিজ্ঞাপন

আমরা আল্লাহ তায়ালার কাছে এই দোয়া করছি, তার যাত্রা যেন সফল হয়। তিনি যেনো সুচিকিৎসা করে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। বলেন তিনি।

তিনি আরও বলেন, আমাদের কোন রাজনৈতিক আলাপ হয়নি। আমরা সবাই তিনি যেনো সুস্থভাবে যেতে পারেন এবং ফিরে আসতে পারেন সেই কামনা করেছি।