বাণিজ্য মেলায় পরিবেশ রক্ষার বার্তা দিলেন পরিবেশ মন্ত্রী

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

বেলুন উড়িয়ে পরিবেশ রক্ষায় সচেতনতামূলক কার্যক্রম উদ্বোধন করা হয়, ছবি: সুমন শেখ

বেলুন উড়িয়ে পরিবেশ রক্ষায় সচেতনতামূলক কার্যক্রম উদ্বোধন করা হয়, ছবি: সুমন শেখ

'মুজিব বর্ষে শপথ করি, পরিবেশ সম্মত দেশ গড়ি'- এ স্লোগান নিয়ে বাণিজ্য মেলায় আসা দর্শনার্থীদের পরিবেশ বান্ধব দেশ গড়ার বার্তা দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

এ লক্ষ্যে সোমবার (৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় তার নেতৃত্বে র‍্যালি বের করা হয়। এ সময় পরিবেশ রক্ষায় সচেতনতামূলক নানা স্লোগান সম্বলিত বেলুন উড়িয়ে মাসব্যাপী পরিবেশ রক্ষার বার্তা পৌঁছানোর কার্যক্রমের উদ্বোধন করেন মন্ত্রী।

বিজ্ঞাপন
পরিবেশ রক্ষায় সচেতনতামূলক র‌্যালি, ছবি: সুমন শেখ

মন্ত্রী বলেন, শুধু বাংলাদেশ নয়, বিশ্বব্যাপী পরিবেশ আজ হুমকির মুখে। পরিবেশ বাঁচলে আমরা বাঁচব। কিন্তু আমাদের অসচেতনতার কারণে দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে স্বাভাবিক পরিবেশ। পরিবেশ বিপর্যয় হলে সব চেয়ে বেশি প্রভাব পড়বে আমাদের ওপরই, তাই নিজেরা ভালো থাকতে হলে পরিবেশ সচেতন হতে হবে। আমরা সচেতন হলেই পরিবেশ ঠিক থাকবে। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমরা মাসব্যাপী পরিবেশ সচেতনতা মূলক বার্তা পৌঁছে দেওয়ার কার্যক্রম হাতে নিয়েছি। যার শুরু হলো আজ বাণিজ্য মেলায় র‍্যালির মাধ্যমে।

পরিবেশ রক্ষায় সচেতনতামূলক কার্যক্রম উদ্বোধন করা হয়, ছবি: সুমন শেখ

এ সময় মন্ত্রী গণমাধ্যমের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে বলেন, আপনাদের সহযোগিতা পারে আমাদের উদ্যোগকে সবার মাঝে ছড়িয়ে দিতে। পরিবেশ বিষয়ক সচেতনতামূলক বার্তাগুলো আপনারা বেশি বেশি প্রচার করুন এবং পরিবেশ বিপর্যয় থেকে বাংলাদেশকে রক্ষা করার মতো কাজে ভূমিকা রাখুন। এতে আমরা সবাই উপকৃত হব।

 পরিবেশ রক্ষার সচেতনতামূলক র‌্যালিটি নিয়ে বঙ্গবন্ধু প্যাভিলিয়ন পরিদর্শন করা হয়, ছবি: সুমন শেখ

মন্ত্রী মো. শাহাব উদ্দিন র‍্যালি নিয়ে বাণিজ্য মেলার বঙ্গবন্ধু প্যাভিলিয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করেন এবং সবাইকে পরিবেশ রক্ষায় সচেতন হতে উদ্বুদ্ধ করেন। এ সময় মন্ত্রীসহ র‍্যালিতে অংশ নেওয়া সবাই স্লোগান দিতে থাকেন, ‘মুজিব বর্ষে শপথ করি, পরিবেশ সম্মত দেশ গড়ি’ ও ‘মুজিব বর্ষে শপথ করি, বায়ু দূষণ মুক্ত দেশ গড়ি’।
এ কর্মসূচি ঢাকাসহ সারাদেশে পালন হবে বলে জানিয়েছেন পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন।