রাঙামাটিতে মগপার্টির হামলায় আহত ২

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাঙামাটি
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

রাঙামাটির রাজস্থলীতে মারমা মগপার্টির অস্ত্রধারী সন্ত্রাসীদের মারধরে গুরুত্বর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে নীরিহ যুবক কালাম।

বিজ্ঞাপন

বুধবার (২৩ অক্টোবর) সকালে সাপ্তাহিক হাটে গেলে কালামসহ মঈনুল নামের আরো এক মাহিন্দ্রা চালককে আটকিয়ে ব্যাপক মারধর করতে থাকে মগপার্টির ১০/১২ জন সন্ত্রাসী।

এসময় তাদের মারধর থেকে প্রাণ রক্ষায় মঈনুল রাজস্থলী থানার ভেতরে ঢুকে গেলে সন্ত্রাসীরা থানা কম্পাউন্ডের ভেতরে গিয়েও মঈনুলকে মারধর করেছে বলে ভূক্তভোগী অভিযোগ করেছে।

স্থানীয় বিক্ষুব্ধ এলাকাবাসী জানিয়েছে, গত একমাসে অন্তত চার দফায় প্রায় ১২ জন বাঙ্গালীকে মারধর করেছে মগপার্টির সন্ত্রাসীরা।

এ নিয়ে রহস্যজনকভাবে সংশ্লিষ্ট প্রশাসন নীরব ভূমিকা পালন করার অভিযোগ এনে বিক্ষুব্ধ এলাকাবাসী রাজস্থলী-বাঙ্গালহালিয়া সড়কে বুধবার সারাদিন অবরোধ করে বিক্ষোভ করেছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সারাদিন আন্দোলন চালিয়ে যাবার কথাও জানিয়েছেন ভূক্তভোগীদের পরিবারগুলো।

উল্লেখ্য, মগপার্টি নামক সন্ত্রাসীদের ব্যাপক চাঁদাবাজি ও সশস্ত্র তৎপরতাসহ প্রতিনিয়ত মারধরে বাঙ্গালহালিয়ার জনগণ অতিষ্ট হয়ে তাদের আস্তানায় আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। পরবর্তীতে হাজারো বিক্ষুব্ধ মানুষের সামনে উপস্থিত হয়ে নিরাপত্তা বাহিনীর উর্ধ্বতন কর্তৃপক্ষ বাঙ্গালহালিয়া থেকে মগপার্টিকে বিতারিত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু এরপরও মগপার্টির সন্ত্রাসীদের হাতে প্রতিনিয়তই ব্যাপক চাঁদাবাজি ও মারধরের শিকার হচ্ছে স্থানীয় বাঙ্গালীরা। স্থানীয় থানার কয়েক গজের মধ্যে এই ধরনের হামলার ঘটনাগুলো ঘটলেও সংশ্লিষ্টরা নিশ্চুপ থাকার অভিযোগও তুলেছে স্থানীয় বাসিন্দারা।

বিষয়টি নিয়ে জানতে চাইলে রাঙামাটি জেলা পুলিশের উদ্বর্তন একজন কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টি তারা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।