সহকর্মীর ছুরিকাঘাতে কিশোরের মৃত্যু

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জের কলাতিয়া এলাকায় সহকর্মীর ছুরিকাঘাতে মো. রানা (১৬) নামে এক কিশোর মারা গেছে। নিহত রানা একটি প্লাস্টিকের জুতার কারখানার কর্মচারী ছিল।

বুধবার (২৩ অক্টোবর) রাত ১০টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

নিহতের বন্ধু ইসরাক গণমাধ্যমকে জানান, রানা কেরানীগঞ্জের কলাতিয়া এলাকায় একটি প্লাস্টিকের জুতার কারখানায় কর্মচারী হিসেবে কাজ করত। আজ বিকেলের দিকে ফ্যাক্টরির বাইরে সহকর্মীদের সঙ্গে কথা কাটাকাটি হয় রানার। পরে ফ্যাক্টরির লোকজন দুই পক্ষকে মীমাংসা করে দেয়। কিন্তু এতে একটি পক্ষ মীমাংসা মেনে নেয়নি। এই কথা কাটাকাটির জের ধরে আজ রাতের দিকে মোবাইল ফোনে সহকর্মী ডেকে নিয়ে যায় রানাকে। পরে রানার গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায় সে। আহত অবস্থায় রানাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানায় রানা আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি কেরানীগঞ্জ থানা পুলিশকে জানিয়েছি।