টুকটুকি হত্যা: আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা)
  • |
  • Font increase
  • Font Decrease

গ্রেফতারকৃত আসামিরা, ছবি: বার্তা২৪.কম

গ্রেফতারকৃত আসামিরা, ছবি: বার্তা২৪.কম

সাভারে আলোচিত টুকটুকি হত্যাকাণ্ডে গ্রেফতার ৩ আসামি আদালতে হত্যার কথা স্বীকার করেছে। একই সঙ্গে আদালতে হত্যার বিবরণ দেয় তারা।

রোববার (৫ জানুয়ারি) বিকেলে আদালতে এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় গ্রেফতারকৃত জনি, সেলিম ও জুয়েল। এর আগে গত শুক্রবার (৩ জানুয়ারি) রাতে উন্নত প্রযুক্তি ব্যবহার করে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

সাভারের জামসিং এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে জনি (২৪), শুকুর আলীর ছেলে সেলিম (২২) ও নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার লক্ষ্মীবরদী গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে জুয়েল (২৮)। টুকটুকি তার স্বামীর সঙ্গে সাভারের ওই এলাকায় থাকত। টুকটুকির প্রতিবেশী হলো জনি, আর সেলিম ও জুয়েল জনির নিকটাত্মীয়।

আসামিদের স্বীকারোক্তি মতে, পূর্ব পরিচয়ের ভিত্তিতে টুকটুকিকে ডেকে নেয় জনি। পরে তারা তাকে গণধর্ষণ করে। টুকটুকি গণধর্ষণের কথা সবাইকে বলে দেবে জানালে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। গত ২৫ ডিসেম্বর এ ঘটনা ঘটে। ২৮ ডিসেম্বর তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর শুক্রবার রাতে আসামিদের গ্রেফতার করা হয়।

সাভার মডেল থানার উপপরিদর্শক মলয় কুমায় সাহা এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।