রোহিঙ্গা ফেরাতে অস্ট্রেলিয়ার সমর্থন চায় বাংলাদেশ

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন অস্ট্রেলিয়ার হাই কমিশনার জুলিয়া নিবলেট

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন অস্ট্রেলিয়ার হাই কমিশনার জুলিয়া নিবলেট

বাংলাদেশ থেকে মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া দ্রুততর করতে অস্ট্রেলিয়া সরকারের সমর্থন চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

অস্ট্রেলিয়ার হাই কমিশনার জুলিয়া নিবলেট রোববার (৫ জানুয়ারি) পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে বিদায়ী সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান। পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে সহায়তা প্রদানের জন্য অস্ট্রেলিয়ান সরকারকে ধন্যবাদ জানান।

বিজ্ঞাপন

ড. মোমেন প্রবাসী অস্ট্রেলিয়ান হাই কমিশনারকে বাংলাদেশের ডিপ্লোমা ডিগ্রি স্বীকৃতি, বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় সরাসরি বিমান ও কার্গো পরিচালনা , বাংলাদেশে ভিসা অফিস খুলতে এবং বাংলাদেশে বিনিয়োগের জন্য অনুরোধ করেন।

হাই কমিশনার তার সরকারের কাছে এ অনুরোধগুলো রাখার আশ্বাস দেন।

পররাষ্ট্রমন্ত্রী অস্ট্রেলিয়ায় চলমান বুশফায়ার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। যা জীবন, সম্পত্তি এবং পরিবেশের জন্য মারাত্মক ক্ষতি করছে।