কেরানীগঞ্জে অগ্নিকাণ্ড: নিহতের সংখ্যা বেড়ে ২১

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

দগ্ধদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে

দগ্ধদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মারা যাওয়া মানুষের সংখ্যা ২১ জনে পৌঁছেছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) চিকিৎসাধীন অবস্থায় মফিজুল ইসলাম (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন: ঢামেকে ভর্তি সবার শ্বাসনালি পুড়ে গেছে

ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বিষয়টি নিশ্চিত করে জানান, মফিজুল ইসলামের শরীরের ৫০ ভাগই পুড়ে গিয়েছিল।

এর আগে বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হিজলতলা এলাকায় প্রাইম প্যাক প্লাস্টিক নামে একটি কারখানায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। কারখানাটিতে প্লাস্টিকের গ্লাস, প্লেট ও খাবারের প্যাকেট তৈরি হতো।

আরও পড়ুন: কেরানীগঞ্জের অগ্নিকাণ্ড: মৃতের সংখ্যা বেড়ে ১৭