কেরানীগঞ্জের অগ্নিকাণ্ড: মৃতের সংখ্যা বেড়ে ১৭

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

দগ্ধদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে,  ছবি: বার্তা২৪.কম

দগ্ধদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, ছবি: বার্তা২৪.কম

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন লাগার ঘটনায় মোস্তাকিম, আব্দুর রাজ্জাক ও আবু সাইদ নামে আরও তিনজন মারা গেছেন। এ নিয়ে এ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ১৭-তে দাঁড়াল। 

রোববার (১৫ ডিসেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা গেছেন।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু জানান, রোববার সকালে মোস্তাকিন, আব্দুর রাজ্জাক ও আবু সাইদ আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শ্বাসনালীসহ তাদের শরীরের ৫৫-৬০ শতাংশ পুড়ে গিয়েছিল। এ ঘটনায় এ পর্যন্ত ১৭ জনের মৃত্যু হলো।

এর আগে বুধবার (১১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে কেরানীগঞ্জের চোনকুটিয়াতে একটি প্লাস্টিক কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে।