রংপুরে কমছে সবজির দাম

  • স্টাফ করেস্পন্ডেন্ট, বার্তা ২৪.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

রংপুরের বাজারে দীর্ঘদিন ধরে ওঠানামা করছে নিত্যপণ্যের দাম। সেই সাথে অস্থিরতা বিরাজ করছে সবজির বাজারে। তবে সপ্তাহের ব্যবধানে বাজারে কমতে শুরু করেছে সবজির দাম। পেঁয়াজের দাম কিছুটা কমলেও ঝাঁঝ কমেনি মরিচের। সেই সাথে কিছুটা লাগাম টেনেছে ডিমের দামেও। এদিকে অপরিবর্তিত রয়েছে চাল, তেল, চিনি, গরুর মাংসের দাম।

রংপুর সিটি বাজার ঘুরে দেখা গেছে , বাজারে প্রতিকেজি ফুলকপি ৯০-১১০ টাকা,বেগুন বিক্রি হচ্ছে ৫৫-৬০ টাকা, মুলা ৪৫-৫০ টাকা,বাধাকাপি ৮০-৯০ টাকা, পটল ৫০-৬০ টাকা, শসা ৫০ টাকায় বিক্রি হচ্ছে। সবজির পাশাপাশি বিভিন্ন শাকের আটি বিক্রি হচ্ছে ১৫-৩০ টাকা।

বিজ্ঞাপন

প্রতিকেজি কাচামরিচ বিক্রি হচ্ছে ২৩০-২৪০ টাকা কেজি দরে। কাচামরিচের বিষয়ে ক্রেতাদের সাথে কথা বলে জানা যায়- প্রায় এক মাসেরও বেশি সময় ধরে কাচামরিচের দাম চড়া যাচ্ছে। কোন সময় কাচামরিচ পাঁচশত টাকার ওপরেও বিক্রি হয়েছে। এখন যে দামে বিক্রি হচ্ছে তাও আকাশ ছোঁয়া। এটা হলো কাচামরিচের মৌসুম। এই সময়ে কাচামরিচ পঞ্চাশ টাকার নিচে থাকার কথা। বাজার মনিটরিং আরো জোরদার করা উচিত।

বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ টাকা কেজিতে। রসুন বিক্রি হচ্ছে ২২০-২৪০ টাকা কেজি দরে। বিক্রেতারা দাবী করছেন সবজির সাথে পেঁয়াজ ও রসুনের দামও কমে আসছে। বাজারে ডিমের দাম কমতে শুরু করছে। প্রতিহালি ডিম বিক্রি হচ্ছে ৪৭-৪৮ টাকায়। অপরিবর্তিত রয়েছে তেল ও চালের বাজার।

সবজির দাম নিয়ে ব্যবসায়ী আলমগীর বলেন,সবজির আমদানি যত বাড়বে দাম তত কমবে। শীতের সবজি এখনো পুরোদমে বাজারে ওঠেনি। তাই দাম বেশি, তবে সপ্তাহের ব্যবধানে কিছুটা কমতেছে আরও কমবে সবজির বাজার। এখন দাম বেশি জন্য ক্রেতারাও তেমন কিনছেনা নতুন সবজি। আমরাও চাহিদা কম জন্য অল্প কিছু সবজি কিনে বিক্রি করছি। তবে সবজির আমদানি আরও বাড়বে দাম স্বাভাবিক হবে।