কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও একজন নিহত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম (ফাইল ফটো)

ছবি: বার্তা২৪.কম (ফাইল ফটো)

কেরানীগঞ্জের চোনকুটিয়াতে প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আসাদ (১৪) নামে আরও একজন নিহত হয়েছেন। এখন পর্যন্ত এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জন।

শনিবার (১৪ ডিসেম্বর) সকালে বার্তা২৪.কমকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.বাচ্চু।

বিজ্ঞাপন

তিনি বলেন, ভোর রাতে আসাদ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার শরীরে ৫৫ শতাংশ ও শ্বাসনালি পুড়ে গিয়েছিল। সে কারখানায় ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করত।

উল্লেখ্য, বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হিজলতলা এলাকায় প্রাইম প্যাক প্লাস্টিক নামে একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া দগ্ধ অবস্থায় ৩৩ জনকে উদ্ধার করে ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। এরপর রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত আরও দশজনের মৃত্যু হয়।

এ ঘটনায় বুধবার ঢামেকে রোগীদের দেখতে গিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, কারখানাটির কোনো অনুমোদন ছিল না। ঢামেকে রোগী দেখতে আসার আগে তিনি দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন।

আরও পড়ুন: ঢামেকে ভর্তি সবার শ্বাসনালি পুড়ে গেছে

কেরানীগঞ্জের অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন

কেরানীগঞ্জের আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১৩

ঢামেকে ভর্তি সবার শ্বাসনালি পুড়ে গেছে

কেরানীগঞ্জের প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট