আইএসের টুপির তদন্ত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির মাথায় আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসের টুপির বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে নিজ দফতরে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, আইএসের টুপির বিষয়ে তদন্ত হচ্ছে। কিভাবে আসল কিভাবে গেলো সেটি আমরা জানতে চাচ্ছি। কেউ না কেউ তো দিয়েছে, কে দিয়েছে সেটি আমরা জানতে চাই, বন্দীকে যখন নিয়ে গেছে তখনও জনগণের ভেতর দিয়েই গেছে। আমরা যতটুকু দেখেছি কারাগার থেকে এমন কিছু আসেনি, কারা কর্তৃপক্ষ বলছে। পুলিশ বলছে তারাও এটা সাপ্লাই হতে দেখেনি। কাজেই কিভাবে আসলো তদন্তের বাইরে আমরা কিছু বলতে পারবো না। তবে সবই বেরিয়ে আসবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি কোনো এলার্মিং নয়। কাপড় মাথায় দিয়েছে, এতে এলার্মিংয়ের কি বিষয় আছে। তারা সব সময় বলছে তারা সেই মতাদর্শী। আমরা সব সময় বলেছি আইএস আমাদের দেশে নেই। এরা সবাই হোম মেইড জঙ্গি। তারা আইএসের সঙ্গে কানেক্ট হতে চেয়েছে সব সময় বলেছে। ঘটনার সময়ও আইএস তাদের সংগঠন বলেছে।

আসাদুজ্জামান খান কামাল বলেন, দেশে আইএসের কোন ঘাটি নেই, কোন কিছুই নেই। এই মতাদর্শ যারা বিশ্বাস করেন বা বলেন তাদের সবাই ধরা পড়েছে। তারা টুপি পকেটে নিয়ে রেখেছে বা কিভাবে পেয়েছে সেটি না জেনে অফিসিয়ালি বলতে পারছি না। পরবর্তীতে আমরা এটি জানিয়ে দেবো।

বিজিবি’র গুলিতে বিএসএফের জওয়ানের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত বিজিবি সদস্যকে কোর্ট মার্শালের মুখোমুখি হতে হচ্ছে বলে ভারতীয় গণমাধ্যমের সংবাদের বিষয়ে তিনি বলেন, ভারতীয় গণমাধ্যম যেগুলো বলছে সেটা সম্পর্কে আমাদের জানা নেই। আমরা জানি ততটুকুই যেটা ভারত অফিসিয়ালি আমাদের জানাবে। ভারতের গণমাধ্যম কি বলছে আমরা তা অফিসিয়ালি জানি না। অফিসিয়ালি আমরা যখন জানবো তখন অফিসিয়ালি ব্যবস্থা নেবো।