রাজবাড়ীতে ৩৯ জেলেকে কারাদণ্ড

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম,রাজবাড়ী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে মা ইলিশ শিকার করার অপরাধে ৩৯ জন জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

রোববার (২৭ অক্টোবর) সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

শনিবার (২৬ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার পদ্মা নদীর পাংশা উপজেলার হাবাসপুর থেকে গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট পর্যন্ত ৫৭ কিলোমিটার অংশে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করেন।

এ সময় কয়েকজন জেলেকে ৬ হাজার টাকা জরিমানা করা হয় এবং ১ লাখ ২৮ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস এবং জব্দকৃত ৫৩ কেজি ইলিশ মাছ এতিমখানায় দান করে দেওয়া হয়েছে।

রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদ আহমেদ বলেন, মা ইলিশ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকারে নামলেই মোবাইল কোর্ট পরিচালনা করে তাদের জেল, জরিমানারসহ জাল পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আগামী ৩ নভেম্বর পর্যন্ত মা ইলিশ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।