শ্রমিক লীগ নেতার ‘মাদক বাণিজ্যে’র বিরুদ্ধে মানববন্ধন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

নূর মোহাম্মাদের বিরুদ্ধে মানববন্ধন, ছবি: বার্তা২৪.কম

নূর মোহাম্মাদের বিরুদ্ধে মানববন্ধন, ছবি: বার্তা২৪.কম

রাজধানীর খিলগাঁও থানার রেলগেট এলাকায় শ্রমিক লীগ নেতা নূর মোহাম্মাদের বিরুদ্ধে মাদক ব্যবসা, পরিবহন চাঁদাবাজি, অস্ত্রবাজি ও দখলদারিত্বসহ নানা অভিযোগে মানববন্ধন করেছেন স্থানীয় জনগণ।

সোমবার (২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ মানববন্ধন হয়। মানববন্ধনে স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাকর্মীসহ স্থানীয় শতশত বাসিন্দা অংশ নেন। জানা যায়, নূর মোহাম্মাদ খিলগাঁও থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, নূর মোহাম্মাদ দীর্ঘ দিন ধরে এলাকায় নানা অপকর্ম করে আসছেন। এলাকায় মাদক বাণিজ্য, অসামাজিক কর্মকাণ্ডে পৃষ্ঠপোষকতা, পরিবহন চাঁদাবাজি ও দখলদারিত্ব তার নিয়মিত কাজ।

এদিকে খিলগাঁও থানা পুলিশ জানায়, নূর মোহাম্মাদের বিরুদ্ধে খিলগাঁও থানায় আটটি মামলা রয়েছে। এর মধ্যে তিনটি হত্যা মামলা।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বার্তা২৪.কমকে জানান, নূর মোহাম্মাদকে গ্রেফতারের চেষ্টা চলছে।