৩ কাউন্সিলরের সম্পদ অনুসন্ধানে দুদক

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ, চাঁদাবাজি এবং ক্ষমতার অপব্যবহার করে কোটি কোটি টাকা মালিকানা অর্জনের অভিযোগে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের তিন কাউন্সিলরের সম্পদ অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এরা হলেন- ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১২ নং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন তিতু, মোহাম্মদপুর ৩১ নং ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল ইসলাম সেন্টু এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর ময়নুল হক মঞ্জু।

বিজ্ঞাপন

রোববার (১ ডিসেম্বর) দুদক পরিচালক মোহাম্মদ আব্দুল আওয়াল স্বাক্ষরিত পৃথক তিনটি নোটিশের মাধ্যমে এসব কথা জানানো হয়।

বিভিন্ন অভিযোগ এবং সংবাদপত্রে প্রকাশিত খবরের বিষয় আমলে নিয়ে দুদক এই তিন কাউন্সিলের অবৈধ সম্পদের খোঁজে নেমেছে বলে জানা গেছে।