আমরা চালে স্বয়ংসম্পূর্ণ, দামও স্বাভাবিক: খাদ্যমন্ত্রী

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

সভায় বক্তব্য দেন  খাদ্যমন্ত্রী, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

সভায় বক্তব্য দেন খাদ্যমন্ত্রী, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, চালের দাম স্বাভাবিক রয়েছে। আমরা চালে স্বয়ংসম্পূর্ণ, পর্যাপ্ত চাল মজুদও রয়েছে।

রোববার (২৪ নভেম্বর) রাজধানীর মতিঝিলে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) ভবনে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাৎসরিক চাহিদা, বাংলাদেশে পণ্যের উৎপাদন, আমদানি, মজুদ ব্যবস্থা, সরবরাহ ব্যবস্থাপনা ও যৌক্তিক মূল্য নির্ধারণের প্রয়োজনীয় দিক নির্দেশনার বিষয়ে রাউন্ড টেবিল সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন খাদ্যমন্ত্রী।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, মানুষ এখন মোটা চাল খায় না। চিকন চাল খায়, তাই চিকন চালের দাম কিছুটা বেড়েছিল। কিন্তু মোটা চালের দাম বাড়েনি। চিকন চালের দাম বাড়ার পর ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে বসে বিষয়টি সমাধান করেছি। এখন চালের দাম স্বাভাবিক রয়েছে।

চালের বাজারে যাতে কোনো কারসাজি না হয়, সে জন্য ১০টি টিম কাজ করছে বলেও জানান তিনি।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও শিল্প মন্ত্রণালয়ের সচিব আবদুল হালিম, খাদ্য মন্ত্রণালয়ের সচিব শাহাবুদ্দিন আহমেদ, জাতীর রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন মফিজুল ইসলাম ও ব্যবসায়ীরা এ সভায় অংশ নেন।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম।