ফায়ার সার্ভিসকে অগ্নিনিরোধক ‘জাম্বু কুশন’ দিলেন প্রধানমন্ত্রী

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ফায়ার সার্ভিসকে অগ্নিনিরোধক ‘জাম্বু কুশন’ দিলেন প্রধানমন্ত্রী

ফায়ার সার্ভিসকে অগ্নিনিরোধক ‘জাম্বু কুশন’ দিলেন প্রধানমন্ত্রী

অগ্নি দুর্ঘটনার সময় উদ্ধারকাজে ব্যবহারের জন্য জার্মানির তৈরি অত্যাধুনিক তিনটি অগ্নিনিরোধক ‘জাম্বু কুশন’ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের কাছে হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী রোববার (২৪ নভেম্বর) সকালে তাঁর কার্যালয়ে (পিএমও) অনুষ্ঠিত এক অনুষ্ঠানের মাধ্যমে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো.সাজ্জাদ হোসেনের হাতে এগুলো তুলে দেন।

বিজ্ঞাপন

এই অগ্নিনিরোধক কুশনগুলো ফাইবারগ্লাস দ্বারা তৈরি এবং এক মিনিটে এগুলো ব্যবহার উপযোগী করা যায়।

প্রতিটি কুশনের মূল্য পড়েছে ৫০ লাখ টাকা। প্রতিটির ওজন ৮০ কেজি।

এই কুশনগুলো বিদ্যুৎ অপরিবাহী ও কম্পন এবং শোষণ ছড়িয়ে পড়া ছাড়াই যে কোন বিপজ্জনক পণ্য পরিবহনে সক্ষম।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন