নিরাপদ কর্মস্থল ও শ্রমিকের জীবন-জীবিকা নিশ্চিতের দাবি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

বাংলাদেশ শ্রম অধিকার ফোরামের সমাবেশ, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

বাংলাদেশ শ্রম অধিকার ফোরামের সমাবেশ, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

নিরাপদ কর্মস্থল ও শ্রমিকের জীবন-জীবিকা নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ শ্রম অধিকার ফোরাম।

রোববার (২৪ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে তাজরিন ট্রাজেডির ৭ বছর উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে বক্তারা এ দাবি জানান।

বিজ্ঞাপন

সংগঠনের সভাপতি শ্রমিক নেতা কমরেড আবুল হোসাইন বলেন, শ্রমিকদের অধিকার নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে রাষ্ট্র এই অধিকার নিশ্চিতকরণে ব্যর্থ পরিচয় দিয়েছে। তাই শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে সরকারকে সাহসী ও অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

শ্রমিক নেত্রী লাভলী ইয়াসমিন বলেন, ২০১২ সালে তাজরিন ফ্যাশন লিমিটেডের অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ দিতে হবে। আহত শ্রমিকদের চিকিৎসার খরচ, তাদের পরিবারের জন্য ক্ষতিপূরণ, পুনর্বাসন এবং শ্রমিক নিরাপত্তা তহবিল গঠন করতে হবে।

সমাবেশে উপস্থিত ছিলেন, সভাপতি কমরেড আবুল হোসাইন, কৃষক নেতা বদরুল আলম, গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন সভানেত্রী লাভলী ইয়াসমিন, শ্রমিক নেতা মোহাম্মদ বাহারানে সুলতান বাহার সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।