খেলা দেখতে কলকাতায় শেখ হাসিনা

  • নিউজ ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কলকাতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছবি: সংগৃৃহীত

কলকাতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছবি: সংগৃৃহীত

ইডেন গার্ডেন্সে বাংলাদেশ-ভারত মধ্যকার দিবা-রাত্রির টেস্ট ম্যাচ দেখতে কলকাতায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (২২ নভেম্বর) সকাল ১০টা ১০ মিনিটে একদিনের সফরে ঢাকা ত্যাগ করেন তিনি।

বিজ্ঞাপন

দুপুর ১টা ৩০ মিনিটে খেলা অনুষ্ঠিত হবে। এটি বাংলাদেশ-ভারতের প্রথম পিঙ্ক বলের টেস্ট ম্যাচ। এর আগে, কলকাতায় টেস্ট ক্রিকেটের ঐতিহাসিক এ ম্যাচ দেখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

কলকাতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা/ ছবি: সংগৃৃহীত

কলকাতা বিমানবন্দরে আনুষ্ঠানিকতার পর প্রধানমন্ত্রীকে একটি মোটর শোভাযাত্রা সহকারে কলকাতার হোটেল তাজ বেঙ্গলে নিয়ে যাওয়া হবে।

জানা গেছে, ঘণ্টা বাজিয়ে এ টেস্টের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তার সঙ্গে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও।