চট্টগ্রামে তিন অপহৃত ব্যক্তি উদ্ধার, গ্রেফতার ৪

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

উপ-কমিশনার মো. রইছ উদ্দিন। ছবি: সংগৃহীত

উপ-কমিশনার মো. রইছ উদ্দিন। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডিবি (উত্তর-দক্ষিণ) বিভাগের অভিযানে তিন অপহৃত ভিকটিমকে উদ্ধার এবং চার অপহরণকারীকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে।

রোববার (২৬ জানুয়ারি) দুপুরে সিএমপির মিডিয়া সেন্টারে এসব তথ্য জানান ক্রাইম অ্যান্ড অপারেশন্স বিভাগের উপ-কমিশনার মো. রইছ উদ্দিন।

বিজ্ঞাপন

তিনি জানান, শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে পাঁচলাইশ থানার পূর্ব নাসিরাবাদ, পলিটেকনিক মোড় এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী বাছির আহম্মদ ওরফে রানা (২৭), মো. জিহাদ (২৪), মো. আরিফ (২৪) ও মো. ইমন ওরফে সাদ্দাম (২৩) কে গ্রেফতার করে। তবে আরও ৭-৮ জন অপহরণকারী পুলিশ দেখে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে ১০টি বড় ধারালো কিরিচ, একটি ড্রেগার, একটি চাকু এবং ঘটনাস্থল থেকে অপহরণকারীদের ব্যবহৃত পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া ভিকটিমরা হলেন- সমীর দাশ (৪৫), কেশব মিত্র দাশ (৪৩) ও রুবেল রুদ্র (৪২)।

রইছ উদ্দিন বলেন, অপহরণকারীরা বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটে রুবেল রুদ্রকে, দুপুর ২টা ৩০ মিনিটে সমীর দাশকে এবং বিকেল ৪টা ৪৫ মিনিটে কেশব মিত্র দাশকে হিলভিউ এলাকার নিজ নিজ লন্ড্রির দোকান ও রাস্তায় থেকে অপহরণ করে। প্রথমে তাদের নির্মাণাধীন একটি ভবনের চতুর্থ তলায় এবং পরে শ্রম কল্যাণ কেন্দ্রের পিছনে বাগানে নিয়ে মারধর করে ৯ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। 

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চুরি, ছিনতাই ও ডাকাতির একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।