নিলামে উঠেনি সাবেক এমপিদের শুল্কমুক্ত গাড়ি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সাবেক সংসদ সদস্যদের শুল্কমুক্ত সুবিধায় আনা ৩০টি গাড়ি নিলামে তোলার কথা থাকলেও দর নির্ধারণের কাজ শেষ না হওয়ায় চট্টগ্রাম কাস্টমস হাউসের এবারের নিলামে তা তোলা যায়নি।

নিলামে তুলেছে ৮৩ লট পণ্য, যার মধ্যে রয়েছে কয়লা, পেপার, ব্যাগসহ পোশাক শিল্পে ব্যবহৃত বিভিন্ন উপকরণ। আগ্রহী বিডাররা ২৮ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত পণ্য দেখতে পারবেন। নিলামের প্রস্তাবিত মূল্য জমা দেওয়ার সময়সীমা ২৭ জানুয়ারি সকাল ৯টা থেকে ১২ ফেব্রুয়ারি দুপুর ২টা পর্যন্ত।

বিজ্ঞাপন

কাস্টমস সূত্রে জানা গেছে, এ নিলামে রয়েছে ১৩ হাজার ২১৯ কেজি কয়লা, পোশাক শিল্পের কাপড়সহ বিভিন্ন উপকরণ। দ্বিতীয়বার ২২ লট এবং তৃতীয়বার ৫ লট পণ্য নিলামে তোলা হয়েছে।

নিলাম ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. এয়াকুব চৌধুরী বলেন, "গাড়ির নিলামের জন্য আমরা অপেক্ষা করছিলাম। কিন্তু কাস্টমস হাউস এখনও তা করতে পারেনি। নৌ-পরিবহন উপদেষ্টা ৩০ জানুয়ারির মধ্যে গাড়ি নিলামে তোলার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু এ নিয়ে ধীরগতি লক্ষ্য করছি।"

বিজ্ঞাপন

চট্টগ্রাম কাস্টমস হাউসের মুখপাত্র ও উপ-কমিশনার মো. সাইদুল ইসলাম বলেন, সাবেক এমপিদের গাড়ির দর নির্ধারণের প্রক্রিয়া চলছে। কাজ শেষ হলে আগামী মাসে নিলামে তোলা হবে।

তিনি আরও বলেন, চট্টগ্রাম বন্দরের কনটেইনার দ্রুত খালি করতে অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমেই নিলাম হচ্ছে। সম্প্রতি খেজুরের মতো পচনশীল পণ্য নিলামে বিক্রি হয়েছে। এছাড়া, ই-অকশনে পোশাক শিল্পের উপকরণও রয়েছে।

দ্বিতীয় ও তৃতীয় দফায় নিলামে তোলার বিষয়ে তিনি জানান, বিডাররা সময়মতো টাকা জমা না দিলে বা সংরক্ষিত মূল্যের ৬০ শতাংশ দর না উঠলে আইন অনুযায়ী পণ্যগুলো পুনরায় নিলামে তোলা হয়।