পদ্মার মাটি হরিলুটের ঘটনা তদন্তে আদালতের নির্দেশ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁপাইনবাবগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলায় বিভিন্ন রক্ষা বাঁধের নিচে পদ্মা ও মহানন্দা নদী থেকে অবৈধ মাটি উত্তোলনের ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে তা আমলে নিয়ে সোমবার (২০ জানুয়ারি) স্বপ্রণোদিত হয়ে এই নির্দেশ দেন, চাঁপাইনবাবগঞ্জ সদর আমলী আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলাম। অপরাধসমূহের তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে র‍্যাবকে। আগামী ১০ মার্চ প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে আদেশে।

আদালতের আদেশে উল্লেখ করা হয়েছে, গত ১৫ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জের একটি স্থানীয় পত্রিকা থেকে প্রকাশিত ‘পদ্মার মাটি হরিলুট’ শিরোনামে একটি সংবাদ আমলী আদালতের ম্যাজিস্ট্রেটের দৃষ্টিগোচর হয়। সংবাদটি বিশ্লেষণ করে দেখা যায়, স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে অপরিকল্পিতভাবে মাটি তোলার মহোৎসব চলছে।

বিজ্ঞাপন

স্থানীয়রা বলেছেন, বাঁধ থেকে মাত্র দেড়শ মিটার দূরে তোলা হচ্ছে মাটি-বালু। এ জন্য হুমকির মুখে পড়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ।

ওই বর্ণনা অনুসারে স্থানীয় জনগণের কথা চিন্তা করে ও নদী সংলগ্ন বাঁধের নিরাপত্তার কথা ভেবে ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ধারা ১৯০(১)(সি) বিধান অনুসারে আদালত স্বপ্রণোদিত হয়ে আমলে নেন। এভাবে অবৈধভাবে মাটি-বালু উত্তোলন বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ধারা ৪ ও ৫ এর স্পষ্ট লঙ্ঘন এবং একই আইনের ১৫ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ যার সর্বোচ্চ শাস্তি দুই বৎসরের কারাদণ্ড ও ১০ লক্ষ টাকা অর্থদণ্ড। এছাড়াও চরের কৃষি জমি নষ্ট করে বালু পরিবহনের রাস্তা বানানোর ফলে দণ্ডবিধির ৪২৭ ধারার অপরাধ সংঘটিত হয়েছে মর্মে আমলী আদালতের ম্যাজিস্ট্রেটের নিকট প্রতীয়মান হয়, যার শাস্তি ২ বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড। 

বিজ্ঞাপন

আদেশে আরও বলা হয়েছে, অপরাধটি কাদের দ্বারা সংঘটিত হচ্ছে তা প্রাথমিক অনুসন্ধানের মাধ্যমে নিরুপণ করা প্রয়োজন এবং তদন্তের মাধ্যমে আসামিদের শনাক্ত করা প্রয়োজন। তদন্তকারী কর্মকর্তা তদন্তকালে আসামিদের শনাক্তকরণ, সাক্ষীদের জবানবন্দী গ্রহণ, ঘটনাস্থলের খসড়া মানচিত্র ও সূচিপত্র প্রস্তুত করবেন এবং অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত যন্ত্রপাতি পাওয়া গেলে তা জব্দ করবেন। এছাড়াও অবৈধ মাটি উত্তোলন করতে গিয়ে আরো কোন আমলযোগ্য অপরাধ সংঘটিত হয়ে থাকলে তাও তদন্তের মাধ্যমে নিরুপণ করবেন। 

সার্বিক বিবেচনায় উক্ত অপরাধসমূহ তদন্ত করার জন্য কমান্ডিং অফিসার, সিপিসি-১, র‍্যাব ক্যাম্প চাঁপাইনবাবগঞ্জ, র‍্যাব-৫, রাজশাহীকে নির্দেশ প্রদান করা হলো। একই সাথে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৬নং বাঁধ এলাকায় অন্য কোন নদী বা এলাকা হতে মাটি উত্তোলন করা হলে তা বন্ধের জন্য প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করা হলো।