পাকিস্তানি নম্বর থেকে এসেছে বিমানে বোমা হামলার হুমকি

  • স্টাফ করেস্পন্ডেন্ট, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পাকিস্তানি একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বুধবার (২২ জানুয়ারি) ডিএমপি তাদের অফিশিয়াল ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট দিয়ে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

জানা যায়, এয়ারপোর্ট এপিবিএনের ডিউটি অফিসারের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে হুমকির বার্তাটি আসে। সে সময় দায়িত্বে ছিলেন এএসপি আব্দুল হান্নান।

ওই বার্তায় বলা হয়, বিমানের রোম থেকে ঢাকা অভিমুখী ফ্লাইটে ৩৪ কেজি বিস্ফোরক রয়েছে। শাহজালাল বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণের পর এগুলো বিস্ফোরণ ঘটানো হবে।

বিজ্ঞাপন

এ সময় ওই নম্বরে ফোন দেওয়া হলেও তা রিসিভ করা হয়নি। তবে চ্যাটিং অব্যহত রাখা হয় এবং সংশ্লিষ্ট সকলকে অ্যালার্ট করে দেওয়া হয়। ওই নম্বর থেকে জানানো হয়, আন্তর্জাতিক দৃষ্টি আনার জন্য কোনো বিরোধী পক্ষ এই কাজ করতে পারে।

প্রসঙ্গত, ইতালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা রয়েছে বলে একটি হুমকি আসে কর্তৃপক্ষের কাছে।

এ অবস্থায় সকাল ৯টা ৩৫ মিনিটে জরুরি অবতরণের পর সকল যাত্রীকে দ্রুত নামিয়ে বিমানে ও যাত্রীদের ব্যাগে তল্লাশি চালানো হয়। তবে ওই বিমানের বোমা বা বোমা সদৃশ কোনো বস্তু পাওয়া যায়নি।