সিইপিজেডে শ্রমিক-আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (সিইপিজেড) শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে দফায় দফায় প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বুধবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে সিইপিজেডের ভেতরে এ সংঘর্ষ শুরু হয়।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, প্রায় এক ঘণ্টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হলেও এখনও এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

জানা গেছে, কয়েকটি কারখানার শত শত শ্রমিক নির্মাণাধীন ভবন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন এবং কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। খবর পেয়ে ইপিজেড থানা পুলিশ, শিল্প পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেন।

বিজ্ঞাপন

ইপিজেড থানার উপ-পরিদর্শক (এসআই) আবসার উদ্দিন রুবেল জানান, নির্মাণাধীন কারখানার মধ্যে তিনজন শিশু ঢুকে পড়ে। নির্মাণ শ্রমিকরা চোর সন্দেহে তাদের মারধর করে। এ সময় দুই শিশু পালিয়ে যেতে সক্ষম হলেও একজনকে খুঁজে পাওয়া যায়নি। বিষয়টি জানতে পেরে কাজ শেষে সড়ক দিয়ে যাওয়া পোশাকশ্রমিকরা নির্মাণ শ্রমিকদের ওপর চড়াও হয় এবং তাদের মারধর করে।

তিনি আরও বলেন, এ সময় নৌবাহিনীর একটি টহল গাড়ি ওই সড়ক দিয়ে যাচ্ছিল। উত্তেজিত শ্রমিকরা নির্মাণ শ্রমিকদের রক্ষা করতে আসা নৌবাহিনীর সদস্যদের গাড়ি ভাঙচুর করে। পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী ও র‍্যাব সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত হন। এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন।

এর আগে গুজব ছড়িয়ে পড়ার পর আশপাশের কারখানা থেকে শত শত শ্রমিক রাস্তায় নেমে আসেন। পরিস্থিতি শান্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী একাধিকবার চেষ্টা চালায়।

শিল্প পুলিশের চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মো. সুলাইমান বলেন, ঘণ্টাখানেকের চেষ্টায় পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আনা গেছে। তবে থমথমে পরিস্থিতি এখনও বিরাজ করছে।