সিলেটে বসতঘরসহ ১২ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, ক্ষতি ২৫ লাখ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সিলেটের দক্ষিণ সুরমার চাঁদনীঘাট এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুটি বসত ঘরসহ ১২টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে যায়। অগ্নিকাণ্ডে প্রায় ২৫লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

শুক্রবার (১৭ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে নগরীর চাঁদনীঘাটের ঝালোপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা আলমপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার তৌফিক আহমদ চৌধুরী।

বিজ্ঞাপন

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় দুটি বসত ঘর ও ১০টি দোকান অগ্নিকাণ্ডে পুড়ে যায়। এতে প্রায় ২৫লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ধার করা হয়েছে প্রায় ১কোটি টাকার মালামাল।

স্থানীয় সূত্রে জানা যায়, সুরমা নদীর দক্ষিণ তীরঘেষা এই চাঁদনীঘাটে বিভিন্ন ধরনের যানবাহন মেরামত ও যন্ত্রাংশ পাওয়া যায়।

এদিকে, এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেট বিভাগীয় উপ পরিচালক ফারুক আহমদ নিজেই উপস্থিত থেকে আগুন নিয়ন্ত্রণে ও উদ্ধার কাজে নেতৃত্ব দেন। এসময় উপস্থিত ছিলেন ওয়্যারহাউজ ইন্সপেক্টর-৪ টিটব শিকদার, সাব অফিসার আব্দুল আহাদ, দক্ষিণ সুরমা আলমপুর ফায়ার সার্ভিসের লিডার তৌফিক আহমদ চৌধুরী।