হাসপাতালের গেটে বিনা চিকিৎসায় রিকশা চালকের মৃত্যু, গ্রেফতার ৫

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪. কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর রামপুরায় বৈষম্য বিরোধী আন্দোলনের সময়ে বেসরকারি হাসপাতাল ডেল্টা হেলথ কেয়ার হাসপাতালের সামনে পুলিশের গুলি খেয়ে আছড়ে পড়ে রিকশাচালক ইসমাইল। হামাগুড়ি দিয়ে সহোযোগিতা চায় হাসপাতালের নিরাপত্তা কর্মীদের কাছে। কিন্তু কেউ দরজা খোলেনি। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালের সিঁড়ির ওপর প্রাণ হারায় ইসমাইল। 

ঘটনা সেখানে শেষ হয়ে ছিল। কিন্তু ইসমাইলের সাহায্যের আকুতি জানানো সেই ছবি ক্যামেরাবন্দি করেছিলেন এক ফটো সাংবাদিক। প্রায় ছয় মাস পর সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। সহমর্মিতা জানিয়ে সে ছবি শেয়ার করেন অনেকে। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ কর্মকর্তাদের নজরে আসার পর গতকাল বিকেলে ডেল্টা থানায় অভিযান চালিয়ে সেসময়ে দায়িত্বপালন করা এক চিকিৎসকসহ পাঁচজনকে আটক করে হাতিরঝিল থানা পুলিশ।

বিজ্ঞাপন

শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু এ তথ্য নিশ্চিত করেছেন। ইসমাইলের চিকিৎসা অবহেলার ঘটনায় একজন চিকিৎসাসহ ৫ জনকে গ্রেফতার করেছে হাতিরঝিল থানা পুলিশ।

তিনি জানান, হাসপাতালের সামনে বিনাচিকিৎসায় রিকশা চালক ইসমাইল নিহতের ঘটনায় জড়িত ৫ জনকে আটক করা হয়েছে। তবে এখনো সিদ্ধান্ত হয়নি নতুন মামলা হবে না কি আগের কোন মামলায় গ্রেফতার দেখানো হবে।

বিজ্ঞাপন