গাইবান্ধায় পিঁড়ির আঘাতে প্রাণ গেলো ইউপি সদস্যের
গাইবান্ধায় পিঁড়ির আঘাতে আব্দুল জোব্বার নামের এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের নশরতপুর (ফকিরের বাড়ি) নামক এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ওই ইউপি সদস্য ওই এলাকার মৃত খেজর উদ্দিনের ছেলে এবং তিনি বোয়ালী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য।
স্থানীয়রা জানান, বোয়ালী ইউনিয়নের ফকিরের বাড়ির গ্রামের সানোয়ার মিয়ার প্রবাসী ছেলে ময়নুলের স্ত্রী রোজিনা বেগম বাবার বাড়িতে থাকতেন।
শুক্রবার রোজিনা বেগম ঘরের আসবাবপত্র বাবার বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করলে স্বামীর পরিবারের লোকজনের বাঁধা দেন। পরে সানোয়ারের স্ত্রী ইউপি সদস্য আব্দুল জব্বারকে বিষয়টি অবগত করে এবং তাকে বাড়িতে ডেকে নিয়ে যায়।
এসময় আব্দুল জব্বার গৃহবধু রোজিনার পক্ষে কথা বললে ক্ষিপ্ত হয়ে সানোয়ার মিয়ার মেয়ে মুক্তা রানী তার ওপর হামলা চালান। আব্দুল জব্বারের দাঁড়ি-চুল টেনে ধরাসহ বুকে পিঁড়ি (বসার জন্য নিচু কাঠের আসন) দিয়ে আঘাত করেন মুক্তা রানী। এতে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে জোব্বার। পরে স্থানীয়রা আব্দুল জোব্বারকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার মোবাইল ফোনে বার্তা২৪.কমকে বলেন “ ঘটনার পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ কাজ করছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।