আগে রাষ্ট্র পরিচালনা, পরে সংস্কার: ড. মাহমুদুর রহমান

  • স্টাফ করেস্পন্ডেন্ট, বার্তা ২৪.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

অন্তর্বর্তীকালীন সরকার বেশি করে সংস্কারে মনোযোগী হওয়ায় রাষ্ট্র পরিচালনায় তাদের ভুল হচ্ছে। তাই বর্তমান সরকারের উচিত আগে রাষ্ট্র পরিচালনায় মনোযোগ দেয়া, পরে সংস্কার করা বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান।

শুক্রবার(১৫ নভেম্বর) দুপুরে রংপুরের হাজিরহাটে দৈণিক খোলা কাগজের অফিস পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন,বর্তমান সরকার বাংলাদেশের সাধারন মানুষকে নয় বরং বিত্তবানদের প্রতিনিধিত্ব করছে।যারা গত ১৬ বছর ধরে ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে লড়াই করে গেছে বর্তমান সরকার তাদের প্রতিনিধিত্ব অত্যন্ত কম। যারা উপদেষ্টা পরিষদে এসেছেন তারা বেশিরভাগই সুযোগ সন্ধানী, যাদের মধ্যে অনেকেই বিগত সরকারের আমলে আনন্দে ছিল বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, পুরে দেশকে ধ্বংস করে গেছে শেখ হাসিনা। দেশ অনেকগুলো সংস্কার দরকার। তবে সংস্কার করতে বর্তমান সরকারের সময় এবং ম্যান্ডেট কোনটাই নেই। সংস্কার করবে আগামী সংসদ।

বিজ্ঞাপন