টঙ্গীতে ছিনতাইকারী ছুরিকাঘাতে নিহত ১

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাজীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

টঙ্গীতে ছিনতাইকারী ছুরিকাঘাতে নিহত ১

টঙ্গীতে ছিনতাইকারী ছুরিকাঘাতে নিহত ১

গাজীপুরের টঙ্গীতে সংঘবদ্ধ ছিনতাইকারীর ছুরিকাঘাতে জাফর উল্লাহ (৪২) নামে এক চাকুরিজীবী নিহত হয়েছেন।

টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কায়সার আহমেদ এ ঘটনা নিশ্চিত করে বলেন, স্থানীয়রা দুই ছিনতাইকারীকে আটক করে গণধোলাই দিয়েছে। তাদের একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অপরজন পুলিশের হেফাজতে রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা চলমান।

বিজ্ঞাপন

এর আগে মঙ্গলবার (২৯ অক্টোবর) মধ্যরাতে টঙ্গী রেল স্টেশন রোডের ফায়ার সার্ভিস গেট এলাকায় এ ঘটনা ঘটে। এসময় এলাকাবাসী দুই ছিনতাইকারীকে আটক করে গণধোলাই দেয়। পরে পুলিশ এসে তাদের গ্রেফতার করে। নিহত ব্যক্তি ফেনী জেলার করোচিয়া গ্রামের মৃত করিমুল্লাহ বেপারীর ছেলে। তিনি স্থানীয় একটি কারখানায় চাকরি করতেন।

পুলিশ জানায়, মঙ্গলবার মধ্যরাতে কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন জাফর উল্লাহ। পথে দুই ছিনতাইকারী তাকে আটক করে ধারালো ছুরি দিয়ে গলায় আঘাত করে সাথে থাকা টাকা মোবাইল লুট করে। এসময় তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে ছিনতাইকারীদের গণধোলাই দেন। পরে স্থানীয়রা গুরুত্বর আহতবস্থায় জাফর উল্লাহকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেয়ার পর কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।