ফরিদপুরে ব্রেইলি ব্রিজে আবারো হকার উচ্ছেদ অভিযান

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ফরিদপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

ফরিদপুর শহরের প্রাণকেন্দ্রে হাজী শরীয়াতুল্লাহ বাজার ও নিউমার্কেটের সংযোগ স্থাপনকারী কুমার নদীর ব্রেইলি ব্রীজ থেকে হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) দুপুর ১টার দিকে কোতয়ালী থানা পুলিশ ব্রীজের উপর থাকা হকারদের উচ্ছেদ করে।

বিজ্ঞাপন

শহরের মানুষকে ভোগান্তি হীন যাতায়াত ও চাঁদাবাজ মুক্ত করতে এ অভিযান কর্মসূচী গ্রহন করে জেলা পুলিশ।

লোহার ব্রিজ নামে পরিচিত এই ব্রেইল ব্রিজ দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ কুমার নদী পারাপার হয়। শহরের বাইরের থেকে আসা মানুষ শহরের প্রবেশমুখে নেমে শরীয়াতুল্লাহ বাজরে হেঁটে নিউ মার্কেট, চকবাজার, থানার মোড়সহ বিভিন্ন স্থানে যাতায়াত করে এই সেতু দিয়ে। এর আগেও বেশ কয়েকবার উচ্ছেদ অভিযান চলে। অভিযানের পর কয়েকদিন ফাকা থাকলেও বার বারই দখল নিয়ে বসে হকাররা। আর তাদের কাছ থেকে প্রতিদিন ২০০ থেকে ৩০০ করে চাদা নিয়ে আসছে স্থানীয় প্রভাবশালীরা।

ফরিদপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, আমি নিজে ফোর্স নিয়ে বেইলি ব্রিজ দখলমুক্ত করতে এসেছি। নগর গুরুত্বপূর্ণ এই সেতু এখন থেকে দখলমুক্ত থাকবে। পাশাপাশি ফরিদপুর শহরের যেসব স্থানে অবৈধভাবে ফুটপাত দখলের কারণে জনগণের চলাচল ব্যাহত হচ্ছে, সেসব স্থান থেকে অভিযোগ পেলে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ জনগণের স্বাভাবিক ও নিরাপদ চলাচল নিশ্চিত করবে।