ভোটার নিবন্ধন ও এনআইডি সেবায় হটলাইন চালু করল ইসি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম,ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয় পত্র (এনআইডি) সেবায় সহজ করতে হটলাইন সেবা চালু করেছে নির্বাচন কমিশন ইসি। হটলাইন সেবায় সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত সেবা নেওয়া যাবে বলে জানায় ইসি।

সোমবার (২৮ অক্টোবর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক শরীফুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

বিজ্ঞাপন

শরীফুল ইসলাম জানান, নতুন ভোটার নিবন্ধন, এনআইডি সংশোধন, ভোটার ঠিকানা পরিবর্তনসহ নাগরিক সেবায় জেলা উপজেলা ও থানা অফিসে যাওয়ার অনুরোধ করেছেন। সেইসাথে প্রয়োজনে নির্বাচন কমিশন হটলাইন ১০৫ টোল ফ্রিতে সেবা নেওয়ার অনুরোধ জানান সাংবিধানিক প্রতিষ্ঠানটি।